13yercelebration
ঢাকা

ভেদরগঞ্জে ৫ জেলের কারাদণ্ড

admin
March 15, 2017 6:49 pm
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ৫ জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রিগান বলেন, বুধবার ভোর থেকে কোস্টগার্ডের সহায়তায় অভিয়ান চালিয়ে উপজেলার পদ্মা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার সময় ৫ জেলেকে আটক করি। সেই সাথে ১টি ইঞ্জিন চালিত নৌকা ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জেলেকে ২৮ দিন করে কারাদণ্ড প্রদান করেন করে।

http://www.anandalokfoundation.com/