ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পের আওতায় সামাজিক কর্মসূচি বাস্তবায়নে আগ্রাদ্বিগুন ইউনিয়নের ৫ জন ভিক্ষুককে পূনর্বাসনের লক্ষে গাভী-বাছুর প্রদান করা হয়েছে।
১ মার্চ বিকেল সাড়ে ৫ টায় উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ৪৫ হাজার টাকা মুল্যে ক্রয়কৃত গাভী ও বাছুর হস্তান্তর করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক অরিন্দম মাহমুদ, জাহিদ হাসান, ইউপি সচিব আমিনুল ইসলাম।