14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধীরেন্দ্রনাথ দত্তসহ সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Link Copied!

আজ আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ধীরেন্দ্রনাথ দত্তসহ সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। পাকিস্তানের গণপরিষদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালের ২৫শে ফেব্রুয়ারি। আর এই অধিবেশনেই উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও যেন ব্যবহৃত হতে পারে – এমন এক প্রস্তাব উত্থাপন করেছিলেন কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।  গণপরিষদের বাঙালি সদস্যরাও সংসদীয় দলের আপত্তির কারণে তাকে সমর্থন করতে পারেননি। ফলে সংশোধনীর প্রস্তাব গণপরিষদে টেকেনি। এর প্রতিবাদে ঢাকায় ছাত্ররা ক্লাস বর্জন ও ধর্মঘট করে। ১১ই মার্চ ১৯৪৮ সালে পূর্ব বাংলায় পালিত হয় ‘ভাষা দিবস’। পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রস্তাব সর্বপ্রথম উত্থাপনকারী কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্তসহ সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে, মায়ের ভাষার জন্য জীবন বলিদান দিয়ে বিরল ইতিহাস গড়েছিল বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি, সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকদের তাজা রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ।

তারই পথ ধরে শুরু হয় বাঙালির মাতৃভাষা আন্দোলন। যার জেরে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। ২১ শে ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে ভাষা দিবসের স্বীকৃতি পায়, ১৭ নভেম্বর ১৯৯৯, ইউনেস্কোর ঘোষণার পর। গর্বে বুক ফুলে উঠেছিল, দুনিয়ার সব বাংলা বলা মানুষের….

ব্যাস ইতিহাস, আবেগ ওখানেই শেষ। ৭১ এ স্বাধীনতার পর এই ৫১ বছরে আমূল বদলে গেছে বাংলাদেশ। বলা ভাল, ফের ১৯৪৭ এ ফিরে গিয়ে বাংলাদেশ এখন বাঙ্গালী হীন হয়ে গেছে। তফাৎ একটাই, এখন সেটা হয়েছে মনেপ্রাণে। বাংলাদেশের যুদ্ধে কয়েকশ ভারতীয় সেনার শহিদ হওয়াটাও আজ মনে হয়, ‘দরকার ছিল না’।

১৯৪৭ এ বাঙালি মুসলিম হিন্দুরা পূর্ব পাকিস্তানে পড়েছিল দেশভাগের জেরে। ১৯৭১ এ বঙ্গবন্ধুর হাত ধরে বাঙালি মুসলমান ও হিন্দুরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ে, ভারতের সাহায্যে স্বাধীন বাংলাদেশ গড়েছিল। ২০২৩ এর ২১শে ফেব্রুয়ারি সেই আবেগের লেশমাত্র নেই। কারণ সেই বাংলাদেশ-টাই আজ আর বাংগালীর নেই।

দুর্ভাগ্য, আমরা এই চরম আত্মত্যাগী সংগ্রামীকে যথাযোগ্য সম্মান দিইনি, তাঁকে মর্যাদা দিইনি, ইতিহাসে যথোপযুক্ত স্থান দিইনি; পক্ষান্তরে, যে মানুষটির দুঃসাহসিক ভূমিকার জন্যে আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি, সরকারী কাজে বাংলা ব্যবহার করছি, তাঁর নামটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কোথাও, কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। তবে, স্রোতকে যেমন আলাদা করা যায় না নদীর থেকে, তেমনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাম পৃথক করা যায় না বাংলাদেশের ইতিহাস থেকে। তিনি এমন একজন নেতা, যাঁকে নিয়ে যেকোনো জাতি গর্ব করতে পারে।

বাংলাদেশ নামক রাষ্ট্রের সূচনা হয়েছে মুক্তিযুদ্ধ নামক একটা যুদ্ধের মধ্য দিয়ে। সেই যুদ্ধে তিরিশ লক্ষাধিক মানুষ শহিদ হয়েছে, চার লক্ষ নারী ধর্ষণের শিকার হয়েছেন, এক কোটি মানুষ শরণার্থী হয়েছেন, দেড় কোটি মানুষ বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন এবং এই নিপীড়নের শিকার মানুষদের বড় অংশ সনাতন ধর্মের অনুসারী ছিলেন।

বাংলাদেশের বেশিরভাগ মানুষের ধর্ম বিশ্বাস ইসলাম এই যুক্তিতে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম হয় তাহলে বলতে হয় বাংলাদেশ গঠনে যারা জীবন দিয়েছিলেন তাদের বেশিরভাগের ধর্ম বিশ্বাস ইসলাম ছিলো না। পাকিস্তানের রাষ্ট্রীয় ধর্ম-বিদ্বেষ থেকে মুক্ত হতেই অকাতরে তাঁরা নিজেদের জীবন-ইজ্জত-সম্মান-সম্পদ বিলিয়েছেন। তাঁরা একটা আকাঙ্খাতেই এতোটা করেছিলেন-বাংলাদেশে তাঁরা হারানো সম্মান ফেরত পাবেন।  ঐ তিরিশ লাখ লাশ পাকিস্তানীরা ফেলেছিল ধর্মের নামে, ধর্ম রক্ষার নামে, ঐ লাখ লাখ ধর্ষণ হয়েছিলো ধর্মের নামে। আর ৪৫ বছর পর ধীরেন্দ্রনাথ দত্তের প্রতি কি গভীর সম্মান প্রদর্শন করে চলেছে স্বাধীন বাংলাদেশ?

মি. দত্তের যুক্তি ছিল – পাকিস্তানের ৬ কোটি ৯০ লক্ষ লোকের মধ্যে ৪ কোটিরও বেশি লোকের ভাষা বাংলা – অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাই বাংলা। তাই বাংলাকে পাকিস্তানের একটি প্রাদেশিক ভাষা হিসেবে দেখা উচিত নয়, বাংলারও হওয়া উচিত অন্যতম রাষ্ট্রভাষা।

মানুষের মুখে বাংলা ভাষা প্রায় উধাও, সরকারি পাঠ্যবইয়ে একেবারে শেষ। বাংলাদেশে আজ উর্দু, আরবি, ফার্সি শব্দের রাজত্ব। বাঙালি রীতি উধাও।

বাংলা বর্ণমালা এখন বাংলাদেশের কাছেই অচেনা অক্ষর, অতীত ইতিহাস। তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বাংলা অক্ষরমালা। কী চেয়েছিলেন জব্বর, বরকত রফিক, সালামরা? চেয়েছিলেন মাতৃভাষার মর্যাদা। প্রতিবাদ করেছিলেন মাতৃভাষার অবমাননার বিরুদ্ধে। তার জন্য তাদের প্রাণ দিতে হয়েছিল, ঢাকার রাজপথে। সেই বলিদান আজ কি ব্যর্থ ইতিহাস?

দেশ-ভাষা-সংস্কৃতির ঐক্যতাই বীর শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধাবোধ

মানুষের মানসিকতা পরিবর্তন দেখে, শুধু সরকারের চাপিয়ে দেওয়া উর্দু, আরবী নয়, এখন ইংরেজি মাধ্যমের দাপটে ওপাড় বাংলাতেও, বাংলা মাধ্যমে পড়ার বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। সেটাও একটা ইস্যু। কিন্তু বাংলা ভাষা, বাংলা শব্দই আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের শব্দ কোষ থেকে। জায়গা নিচ্ছে একের পর এক উর্দু, আরবি ও অন্যান্য মুসলিম অধ্যুষিত ভাষা ও বিনা কারণে অদ্ভুত ইংরেজি।

শিব নারায়ণ দাস করেন বাংলাদেশের জাতীয় পতাকার নকশা। স্মরণ করা হয় আজ ওদের? বাঙালি হয়েও, নাম, আচার আচরণ সংস্কৃতিতে খাঁটি বাঙালি হয়েও তাঁদের বংশধরদের আজ অবজ্ঞা গ্লানি শুনতে হয়, বয়ে  বেড়াতে হয়।- “এই মালাউন, ইন্ডিয়া যা”! সূর্য সেন বিনয় বাদল দীনেশ সহ প্রচুর বাঙালি বিপ্লবীর জন্মভূমি এই বাংলাদেশ যাঁরা এই বাংলাদেশ পাকিস্তান সহ পুরো ভারতের স্বাধীনতার জন্য বুকের রক্ত ঝরিয়েছিলেন। স্মরণ করা হয় তাদের? মালাউন! ব্রিটিশের সঙ্গে লড়াই করা সূর্য সেন বেঁচে থাকলে তাঁকেও বাক্স প্যাঁটরা নিয়ে পালিয়ে যেতে হতো।

ফেব্রুয়ারি মাস ভাষার মাস। বাংলাভাষার আন্দোলন থেকে যে দেশের জন্ম, সেই দেশেই গত ১৬ ফেব্রুয়ারি(২০২৩) রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রাজু ভাস্কর্যের পাশে বসানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯ ফুট উচ্চতার একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়। বাঙালির প্রধান উৎসব বাংলা নববর্ষ পালনকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে প্রায় বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যাপারটা চমৎকার না?

বাংলাদেশে সবকিছুর উপরে শুধু ধর্মীয় সত্তা। সেই ধর্মীয় সত্তাই আমাদের বাঙালি হতে বাধা দিচ্ছে। বলা হচ্ছে, বাংলা ভাষায় তো হিন্দুয়ানীর ছড়াছড়ি, বাঙালি সংস্কৃতি নাকি হিন্দুয়ানী সংস্কৃতি! এই ধর্ম তো আর সনাতন ধর্মের মত নয় যে, যার যার জাতিগত লোকাচার, সংস্কৃতি পালন করতে পারবে। ধর্মই যাদের সবকিছুর নিয়ন্ত্রক। সেই ধর্মান্ধদের সঙ্গে আবেগ সম্পৃক্ত রাখা যাবে কিভাবে?  আবেগ বরং তোলা থাক প্রথম ভাষার দাবী উত্থাপনকারী ধীরেন্দ্র নাথ দত্তের জন্য, সালাম, বরকত সহ সকল ভাষা শহীদদের জন্য। তোলা থাক, এই বাংলার বুকে উর্দুর বদলে মাতৃভাষা বাংলা চেয়ে গুলি খাওয়া রাজেশ তাপসের জন্য।

http://www.anandalokfoundation.com/