ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Rai Kishori
April 30, 2019 7:46 pm
Link Copied!

ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রীভা গাঙ্গুলী আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলমের সাথে ঢাকায় তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তিনি ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপািক্ষক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু’দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পাওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তাঁরা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাই কমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে তাঁর কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

http://www.anandalokfoundation.com/