ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তানের উত্তেজনা সম্পর্কে কড়া পর্যবেক্ষণ করছে চিন

Rai Kishori
August 12, 2019 6:42 pm
Link Copied!

বিশ্বে শান্তি এবং মানবজাতির উন্নয়ন বজায় রাখতে এবং দুই দেশের মানুষের স্বার্থে তাঁদের পারস্পরিক সম্পর্ক মজবুত করতে হবে বলে জানান ওয়াং।  ভারত-পাকিস্তানের উত্তেজনা সম্পর্কে কড়া পর্যবেক্ষণ করছে চিন। কাশ্মীর প্রসঙ্গে এ মন্তব্য চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩ দিনের চিন সফরে আজ বেজিংয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের বিষয় নিয়েই বৈঠক করবেন তিনি। এরমধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে উত্তেজনা বাড়ায় চিনা ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানের সঙ্গে এক প্রস্থ আলোচনা হয় এস জয়শঙ্করের।

চিনা ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানের সঙ্গে সাক্ষাতের পর বিদেশমন্ত্রী ওয়াং ই এবং তাঁর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, দ্বিপাক্ষিক বিষয়ে মতপার্থক্যে বিতর্ক হওয়া উচিত নয়। ‘পিসফুল কো-এগজিস্টেন্স’ অনুযায়ী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগোনোর বার্তা দেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই।

মোদী সরকারের দ্বিতীয় অধ্যায়ে এই প্রথম কোনও মন্ত্রীর বিদেশসফর। বিদেশমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর প্রথম চিন সফরে গেলেন এস জয়শঙ্কর। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত চিনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন জয়শঙ্কর। উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে ভারত সফরে আসতে পারেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তা নিয়েই প্রাথমিক আলোচনা হয় দুই দেশের প্রতিনিধির সঙ্গে।

উল্লেখ্য, নয়া দিল্লির অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সিদ্ধান্তের ৩ দিন পরই চিনের কাছে অনুযোগ জানতে যায় পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সন্তোষজনক বার্তা চিনের থেকে মেলেনি।

http://www.anandalokfoundation.com/