যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন বলেছেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা। ভারতের সঙ্গেও ওয়াশিংটনের উষ্ণ সম্পর্ক। তবে মাইকেল রুবিন মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য কানাডার চেয়ে ভারতের কৌশলগত গুরুত্ব বেশি। কানাডা ভারতের বিরুদ্ধে যে লড়াইয়ে মেতেছে, তা হাতির বিরুদ্ধে পিঁপড়ার লড়াইয়ের শামিল বলে উল্লেখ করেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিপক্ষে যে অভিযোগগুলো তুলেছেন, তা দিল্লির চেয়ে অটোয়াকেই বেশি বিপদে ফেলতে পারে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রকে যদি কানাডা ও ভারতের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে ওয়াশিংটন নিশ্চিতভাবে দিল্লিকে বেছে নেবে।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মাইকেল রুবিন বলেন, ‘আমার ধারণা, দুই বন্ধুরাষ্ট্র থেকে একটিকে বেছে নেওয়ার পথে যুক্তরাষ্ট্র যেতে চাইবে না। তবে আমাদের যদি দুই বন্ধুরাষ্ট্র থেকে একটিকে বেছে নিতেই হয়, তাহলে এ ক্ষেত্রে আমরা ভারতকে বেছে নেব। কারণ, নিজ্জর একজন সন্ত্রাসী। আর ভারতের গুরুত্ব অনেক বেশি। আমাদের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ।’
পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী ট্রুডো বড় ভুল করেছেন। তিনি এমনভাবে অভিযোগগুলো করেছেন যে তার আর পিছু হটার সুযোগ নেই। তিনি কোনো কিছু না ভেবেচিন্তেই প্রতিক্রিয়া জানিয়ে ফেলছেন। সরকারের (ভারত) বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুলেছেন, তার পক্ষে তার কাছে কোনো প্রমাণ নেই। এ ক্ষেত্রে এ সরকার (কানাডা সরকার) কেন একজন সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছিল, তার ব্যাখ্যা তাকে দিতে হবে।’