13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও তাঁর ছোট ভাই সাদেক আহমদকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রাম হয়ে ভারত সীমান্তের ১২৯৬ পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী। তিনি জানান, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মুঠোফোন ও তাঁদের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালসহ ওই দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জৈন্তাপুর থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
http://www.anandalokfoundation.com/