ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের উপর পরমাণু হামলার হুমকি পাকিস্তানের

Rai Kishori
August 20, 2020 11:11 pm
Link Copied!

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ভারতে বসবাসকারী ইসলাম ধর্মাবলম্বী মানুষের কোনও ক্ষতি না করেই ভারতের উপর পরমাণু হামলা করা হবে।

গতকাল বুধবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন শেখ রশিদ।

তিনি আরোও বলেছেন,”পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে ভারতের সঙ্গে ফের যুদ্ধ করতে হবে পাকিস্তানকে। এই বিষয়টি মাথায় রেখেই ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করার পরিকল্পনা করে রেখেছে, ইমরান খানের প্রশাসন। তবে পাকিস্তানের তুলনায় ভারতের সামরিক শক্তি বেশি হওয়ায়, আমরা এবার পারমানবিক বোমা হামলা করার বিষয়ে চিন্তাভাবনা করছি।

কারণ আমাদের কাছে খুব ছোট ও নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার মতো পরমাণু অস্ত্র রয়েছে। যা দিয়ে হামলা করা হলে মুসলিমদের কোনও ক্ষতি হবে না এবং আমরা শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই হামলা চালাতে পারব। ওই অস্ত্র দিয়ে আমরা ভারতের অসম পর্যন্ত ধ্বংস করে দিতে পারব।”

http://www.anandalokfoundation.com/