ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতজুড়ে আজ রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ রেখে আলোর লকডাউন

Rai Kishori
April 5, 2020 4:21 pm
Link Copied!

বিশ্বজুড়ে করোনা ত্রাসে ভারতেও বিপর্যস্ত জনজীবন। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ভারতজুড়ে লকডাউনের মধ্যে রোববার দেশটির সব নাগরিককে স্থানীয় সময় রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্য রাজ্যের পশ্চিমবঙ্গজুড়েও লকডাউনে সরকারি তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

এদিকে, জরুরি পরিস্থিতিতে বাইরে কর্মরত যারা তাদের বিনামূল্যে খাবারের যোগান দিতে অন্যরকম এক ক্যান্টিনের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।এর মধ্যে দেশজুড়ে রোববার স্থানীয় সময় রাত ৯টা থেকে নয় মিনিটের জন্য ব্ল্যাক আউট কর্মসূচির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সঙ্কটে সাধারণ মানুষের মনোবল বাড়াতে জাতীয় ঐক্যের এ কর্মসূচি দিয়েছে বিজেপি।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একটি ভিডিওবার্তায় হিন্দিতে বলেন, আজ রাত নয়টায় নয় মিনিটের জন্য বাতি বন্ধ করতে হবে। আপনারা একটি টর্চ বা মোমবাতি জ্বালাবেন।

ভারতে লকডাউন আগামী ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় এই কমর্সূচি আরও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/