আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াই। সেনা- জঙ্গির গুলিযুদ্ধে মৃত্যু হয়েছে ক্যাপ্টেন দীপক সিংয়ের। ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস এক্স-এ বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রের খবর, ক্যাপ্টেন সিং যখন বন্দুকের গুলিতে আহত হন তখন তিনি সামনে থেকে সেনা দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে হিরনি গ্রামের এক সাধারণ মানুষও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনী এনকাউন্টার সাইট থেকে একটি M4 রাইফেল এবং চারটি ব্যাগ বাজেয়াপ্ত করেছে।
জম্মু ও কাশ্মীরের ডোডায় এনকাউন্টার চলাকালীন টঅ্যাকশনেট নিহত সেনা ক্যাপ্টেন। নিরাপত্তা কর্মীরা এলাকায় সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি M4 রাইফেল এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে। বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনী এবং অজ্ঞাত পরিচয় জঙ্গিদের মধ্যে শুরু হওয়া বন্দুকযুদ্ধে একজন সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন। লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের একটি দলকে খুঁজে বের করার জন্য যৌথ দল তল্লাশি শুরু করে। অনুসন্ধান অভিযান (CASO) চলাকালীন ঘন জঙ্গলে জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাতেই নিহত হয়েছে এক সেন্তা ক্যাপ্টেন। জঙ্গিদের ধরতে এখনও অপারেশন এখনও চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা।
সূত্র জানিয়েছে, সেনাপ্রধান (COAS), জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ডোডা সহ জম্মু ও কাশ্মীরে চলমান সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কে অবহিত করেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার নাগাদ শুরু হয় গুলি বিনিময়। এদিকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে দেখা করবেন এবং জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। জম্মু-কাশ্মীরে শীঘ্রই বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধুর সমন্বয়ে গঠিত কমিশন ভাল্লার সঙ্গে দেখা করবেন এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েনের বিষয়ে আলোচনা করবেন।