ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের কাশ্মীরে এনকাউন্টারে কর্নেল, মেজরসহ নিহত ৫

Rai Kishori
May 3, 2020 3:30 pm
Link Copied!

ভারত প্রতিনিধিঃ ভারতের উত্তর কাশ্মীরের কুপওয়ারার হান্দোয়ারায় জঙ্গিদের সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে এনকাউন্টার চলাকালীন শহিদ হলেন কর্নেল, মেজর সহ ৫ ভারতীয় সেনা।

আজ রবিবার ভারতীয় সেনার তরফ থেকে এই খবর জানানো হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, শনিবার বিকেল পৌনে চারটে নাগাদ কুপওয়ারার ছাঞ্জিমুল্লা এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযানে নেমেছিল যৌথ বাহিনী। ওই দিন বিকেলেই ওই এলাকার রাজওয়ার জঙ্গলে জঙ্গিদের খোজে তল্লাশি চালায় তারা। কিন্তু সেখানে জঙ্গিদের হদিশ পাওয়া যায়নি। এর পরই গোটা ছাঙ্গিমুল্লা ঘিরে অভিযান শুরু করে বাহিনী।

পরে গোপন সূত্রে বাহিনী খবর পায়, ছাঙ্গিমুল্লাতেই জঙ্গিরা একটি বাড়িতে কয়েক জনকে বন্দি করে রেখেছে জঙ্গিরা। সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। বাহিনীর নেতৃত্বে ছিলেন এক কর্নেল ও মেজর। প্রথমে আশপাশের বাড়িগুলো ফাঁকা করে দেয় সেনা। তার পর অভিযানে নামে। বাহিনীর উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। এ ভাবে বেশ কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। তার পর কিছু ক্ষণ গুলিবর্ষণ বন্ধ থাকে। এই সুযোগে বাহিনী ওই বাড়ির আরও কাছে গিয়ে বেষ্টনী আরও কড়া করার চেষ্টা করে। ফের গুলির লড়াই চালু হয়।

সেনা সূত্রে জানানো হয়, বাহিনীর যে দলটি বাড়িটিকে ঘিরে ফেলেছিল তাদের সঙ্গে রোডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অতিরিক্ত বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। রাতভর দু’পক্ষের মধ্য দফায় দফায় গুলির লড়াইয়ে সেনার দুই শীর্ষ অফিসার, দুই জওয়ান এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্মী নিহত হন। নিহত হয়েছে দুই জঙ্গিও। তবে বাড়ির ভিতরে কত জন জঙ্গি রয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে সেনা সূত্রে খবর।

http://www.anandalokfoundation.com/