ঢাকা
শিরোনাম

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নবীগঞ্জে ডাকাত সর্দার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি হালিম পুলিশের খাঁচায় 

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে সরঞ্জামসহ নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতর ছুরির আঘাতে জখম হয়েছে এক শিক্ষার্থী

বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য রমেন্দ্রনাথ মল্লিক আর নেই

যশোরের শার্শায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন পালিত হয়েছে

দেশরক্ষা ও ফেতনাসৃষ্টিকারীদের রুখে দাঁড়ানো ইমানি দায়িত্ব -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় বংশোদ্ভুত বিভিন্ন দেশ শাসক

ডেস্ক
October 25, 2022 11:07 pm
Link Copied!

ভারতীয় বংশোদ্ভুত অনেক ব্যক্তিই বিভিন্ন দেশ শাসন করছেন। আমেরিকা, ব্রিটেন, পতুর্গাল, মরিশাসসহ আরও অনেক দেশ। এবার সংযোজন ঋষি সুনকের নাম। মাত্র ৪২ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে ব্রিটেনের ইতিহাসে নজির তৈরি করেছেন তিনি।

ঋষি সুনক

ব্রিটেনের সিংহাসনে ভারতীয় বংশোদ্ভূত কোনও ব্যক্তির প্রধামন্ত্রিত্বের নজির এই প্রথম। তিনি শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূতই নন, পারিবারিক সূত্রের ভারতীয় পরিবারের জামাইও ঋষি। তাই নয়া প্রধানমন্ত্রী ভারতীয় যোগ যে বেশ জোরাল, তা স্পষ্ট। সর্বকনিষ্ট অশ্বেতাঙ্গ, ভারতীয় বংশদ্ভুত প্রধানমন্ত্রী তিনি।

কমলা হ্যারিস

ইউকে-র প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নাম উঠে আসার পর সবার আগে যাঁর কথা মনে পড়ছে, তিনি কমলা হ্যারিস। আমেরিকার গত রাষ্ট্রপতি নির্বাচনে উপ রাষ্ট্রপতি হন কমলা। আমেরিকায় ওই পদে ভারতীয় বংশোদ্ভূত তথা কৃষ্ণাঙ্গ হিসেবে তিনিই প্রথম জায়গা করে নিয়েছিলেন। অনেকেই বলেন, তিনি নাকি মার্কিন রাজনীতিতে কৃষ্ণাঙ্গ মহিলাদের পথ দেখিয়েছেন।

অ্যান্টোনিও কস্টা

২০১৫ থেকে পর্তুগালের প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি। পর্তুগিজ ও ভারতীয় পরিবারের সন্তান অ্যান্টোনিও কস্টা।

প্রভিন্দ জুগনথ

২০১৭ থেকে মরিশাসের প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি। প্রভিন্দ জুগনথের পরিবার উত্তর প্রদেশের আদি বাসিন্দা। এক হিন্দু পরিবারের জন্মগ্রহণ করেন প্রভিন্দ জুগনথ।

পৃথ্বীরাজ সিং রূপান

২০১৯ থেকে মরিশাসের প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। মরিশাসের সপ্তম প্রধানমন্ত্রী পৃথ্বীরাজ সিং রূপান ভারতের আর্য সমাজি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

চ্যান সান্তোখি

পুরো নাম চন্দ্রিকা প্রসাদ। চ্যান সান্তোখি নামে পরিচিত এই ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক বর্তমানে সুরিনামের প্রেসিডেন্ট। ২০২০ থেকে প্রেসিডেন্ট পদে রয়েছেন সান্তোখি। ১৯৫৯ সালে ভারতীয়-সুরিনামি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

মহম্মদ ইরফান আলি

২০২০ সালের ২ অগস্ট থেকে গুয়ানার এক্সিকিউটিভ প্রেসিডেন্ট পদে রয়েছেন মহম্মদ ইরফান আলি। ২০২০ সালে গুয়ানার এক ভারতীয় পরিবারে জন্ম তাঁর।

http://www.anandalokfoundation.com/