ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় তিন বিপ্লবী ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে ভারতরত্ন

Rai Kishori
October 26, 2019 4:51 pm
Link Copied!

ভারতীয় ইতিহাসের মহান তিন বিপ্লবী ভগত সিং, সুকদেব এবং রাজগুরু কে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি মনীশ তিওয়ারির।

নির্বাচনের পরে কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেশের তিন বিপ্লবী কে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি জানালেন।

২৫ তারিখ টুইটারে  প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, শহিদ ভগত সিং, সুকদেব এবং রাজগুরু ব্রিটিশ রাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এবং দেশের জন্য তারা শহিদ হয়েছিলেন২৩ শে মার্চ ১৯৩১ সালে। তাই এই তিন জন বীর সন্তান কে আগামী ২৬ শে জানুয়ারী ভারত রত্ন দিয়ে সম্মান জানানো হোক। এছাড়াও তিনি চণ্ডীগড় বিমানবন্দরকে ভগত সিংয়ের নামে উৎসর্গ করার ও আবেদন করেছেন।

কংগ্রেসের এই সাংসদ জানিয়েছেন, ”দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাচ্ছি শহিদ-ই-আজম ভগত সিং, সুখদেব এবং রাজগুরু কে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।”

তিনি আরও জানিয়েছেন যে এই তিন শহিদ কে যাতে সম্মান জানানো হয় এবং ভগত সিংকে শ্রদ্ধা জানিয়ে চণ্ডীগড় বিমানবন্দর কে তার নামে উৎসর্গ করা হয়।

এর আগেও এএমআইএম প্রধান আসাদুউদিন ওয়েইসি এই তিন বীর সন্তানকে ভারত রত্ন দেওয়ার দাবি করেছিলেন।

এমন ভারতরত্নদের এভাবে স্মরণীয় করে রাখতে চান কারন তারা মনে করেন এনাদের মত দেশপ্রেমিকরা না থাকলে ভারত স্বাধীন করা সম্ভব হত না। এমন বীর সন্তান খুব কম দেশেই জন্মায়। আমরা ভাগ্যবান সেই দেশে আমরা জন্মগ্রহন করেছি।

http://www.anandalokfoundation.com/