বিনোদন প্রতিবেদক: অনেকটা আচমকাই ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাঁধন। পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এ সময় সংসারী হয়ে অভিনয়কেও বিদায় জানান।
বাঙালি নারী সত্তা যে, বাঁধনের আপাতমস্তকজুড়ে তা তিনি প্রমাণ করেছেন সংসারী হয়ে। বাঙালি বধূর মতোই সংসারজীবনও দিব্যি কাটছিল তার। এর মধ্যে তার ঘর আলো করে এসেছে একটি কন্যাসন্তানও। সুখের আলোতে যখন সংসার ভরে উঠেছে তখনই ভাঙনের করুণ সুর বেজে উঠেছে বাঁধনের সংসারে।
দীর্ঘ চার বছর ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে রয়েছেন বাঁধন। বাবার বাড়িতে থাকলেও এখনো সেপারেশনের মতো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমরা দেড় থেকে দুই বছর ধরে আলাদা থাকছি। তবে সেপারেশনের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাব।’