ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভাঙছে রণবীর-ক্যাটের প্রেম!

admin
January 17, 2016 2:20 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: ভাঙতে চলেছে রণবীর-ক্যাটরিনার প্রেমের সম্পর্ক। কিন্তু আরও বড় জল্পনা, বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি ক্যাট পরামর্শ নিয়েছেন প্রাক্তন প্রেমিক সালমান খানের।

সালমানের সঙ্গে বিচ্ছেদের পরও ক্যাটরিনা বারবার দাবি করেন, দুজনের সম্পর্ক তিক্ত তো হয়ইনি, বরং সুন্দর বন্ধুত্ব রয়েছে।

বলিউড মহলে জোর গুঞ্জন, রণবীর এবং ক্যাটরিনার সম্পর্কের সমস্যা নিয়ে দীর্ঘ দুঘণ্টা ক্যাটের সঙ্গে আলোচনা করেছেন সালমান। ঘটনাচক্রে যে দিন দুজনের  কথাবার্তা হয় সেই দিনই অনুরাগ বসুর জাগ্গা জাসুস সিনেমায় শুটিং করা বন্ধ করেন ক্যাটরিনা।

http://www.anandalokfoundation.com/