ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর মোদী ভাইরাস -তৃণমূল নেতা অনুব্রত

Rai Kishori
March 9, 2020 1:39 pm
Link Copied!

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ‘করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর মোদী ভাইরাস’ -করোনা ভাইরাসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল৷

অনুব্রত বলেন, করোনা থেকেও ভয়ঙ্কর হল মোদি ভাইরাস৷ এর থেকে আর বড় ভাইরাস কি আছে! কিভাবে এই ভাইরাসকে নষ্ট করা হবে তার জন্য পশ্চিমবঙ্গে ওষুধ আবিস্কারের গবেষনা চলছে ৷

গুসকরা শহরে বিধানসভা ভোটে সেইসব বুথ ও অঞ্চল থেকে দল কত লিড পাবে সেবিষয়ে খোঁজ খবর নেন অনুব্রত।

বেরেন্ডা অঞ্চল সভাপতি হাকিম শেখের কাছে সাংগঠনিক খোঁজখবর নেওয়ার সময় অনুব্রত বলেন, “অন্য কোনওদিকে যাস না। বুথে বুথে বসে মিটিং কর। কারণ বিধানসভা ভোট এগিয়ে আসতে পারে।”

সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুব্রত বলেন, সারা ভারতের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এনআরসি মানব না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মহারাষ্ট্র, পঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, বিহার, রাজস্থান- সব রাজ্যই বলছে মানব না।”

তবে অনুব্রতের কথাকে গুরুত্ব না দিয়ে বিজেপির কর্মীরা বলে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কোন ঠাঁসা হয়ে গিয়ে ও মমতা ব্যানার্জীর এখনো হুঁশ হলো না। তবে চিন্তা নেই আশা করি ঠিক হতে বেশি সময় লাগবে না।

http://www.anandalokfoundation.com/