14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভবিষ্যতে নেইমারের হাতে ব্যালন ডি’অরঃ রোনালদো

admin
December 9, 2017 12:36 am
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ গত কয়েক বছর ধরে ব্যালন ডি’অরটা ঘুরে ফিরে উঠছে দুজনের হাতে-ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। তারাই কি এটাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেললেন? আর কেউ কি ব্যালন ডি’অর জিতবে না? লুইস সুয়ারেজ ছিলেন, ছিলেন নেইমার। তবে তারা এর আগে কেবল মনোনয়নই পেয়েছেন। শেষপর্যন্ত ব্যালন ডি’অরটা উঠেছে রোনালদো বা মেসির হাতে। রোনালদো তো এ নিয়ে টানা দ্বিতীয়বার জিতলেন।

এবারও ব্যালন ডি’অর জেতার পর রোনালদো জানিয়েছেন, মেসির সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে চান তিনি। সামনে আরও জেতার ইচ্ছেটা তাই মনের মধ্যে রয়েই গেছে রোনালদোর। তাই বলে এই দুজনের মধ্যেই লড়াইটা চলতে থাকবে? রোনালদোর অবশ্য আশা, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও একটা সময় ব্যালন ডি’র জিতবেন।
পিএসজি সুপারস্টার নেইমারের সম্পর্কে তিনি বলেন, ‘(নেইমারের) অনেক প্রতিভা ও সামর্থ্য আছে। আমি নিশ্চিত ভবিষ্যতে এই অ্যাওয়ার্ড জেতার ভালো সম্ভাবনা আছে তার।’

http://www.anandalokfoundation.com/