14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় পুলিশ প্রতিবেদন ১৩ নভেম্বর

admin
October 16, 2017 7:33 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় সোমবার প্রতিবেদন দাখিলের ধার্য দিনের পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেছে আদালত।

ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট গোলাম নবী শুনানি শেষে নতুন এই তারিখ ধার্য করেন।

ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা তাঁর স্ত্রী নাফিজা আহমেদসহ কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ। ওই ঘটনায় ওই বছর ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিজিৎ ও তাঁর স্ত্রী দুজনই আমেরিকা প্রবাসী। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক। তাঁর লেখা নয়টির বেশি বই রয়েছে।

মামলাটিতে এর আগে আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য জাফরান হাসান, শফিউর রহমান ফারাবী, তৌহিদুর রহমান, সাদেক আলী, আমিনুল ইসলাম ও মান্না ইয়াহি ওরফে রাহীর নামে ৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

http://www.anandalokfoundation.com/