ঢাকা

ব্যাপক বিস্ফোরণ কাবুলে বিদেশি সেনাদের সেবাকেন্দ্রে

admin
August 1, 2016 10:37 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক সেবাকেন্দ্রে ট্রাকবোমা হামলা চালিয়েছে। ওই সেবাকেন্দ্রটি মূলত বিদেশি সেনারা ব্যবহার করতেন। স্থানীয় সময় রোববার মধ্যরাতের পর এ হামলা চালানো হয়।

বিবিসি জানিয়েছে,  রাত ১টা ২৫ মিনিটে কাবুলে বিদেশি সেনা ও প্রতিষ্ঠানে কর্মরতদের আবাসিক এলাকা নর্থগেট হল এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তালেবানরা সেখানে একটি ট্রাকবোমা হামলা চালায়। তালেবানরা দাবি করেছে, বোমা হামলার পর তাদের যোদ্ধারা ভেতরে লড়াই করছে।

এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ভারী অস্ত্রে সজ্জিত চার হামলাকারী নর্থগেট হল এলাকায় লড়াই করছে। সংঘর্ষে এক পুলিশ ও এক হামলাকারী নিহত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। তবে তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় প্রায় অর্ধশত লোক নিহত ও আহত হয়েছে।

এদিকে হামলার পরপর কাবুলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ খান বলেন, ‘বিস্ফোরণটি যখন ঘটে, ওই সময় আমি ঘুমাতে যাচ্ছিলাম। এরপরই বিদ্যুৎ চলে যায়। এটা ছিল অনেক বড় বিস্ফোরণ।’

প্রসঙ্গত, গত সপ্তাহে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।

http://www.anandalokfoundation.com/