বিশেষ প্রতিবেদকঃ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন (বিম্সটেক) জোট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড এর প্রতিনিধিদের অংশ গ্রহনে মুখরিত এ সম্মেলন।
আজ ২১শে মে সোমবার ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে সম্মেলন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব গৌতম কুমার।
খুবই মর্যদাপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে খুব গৌরব বোধ করছেন এবং দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ সকল উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী যুগ্মসচিব গৌতম কুমার।
বিমসটেক এর মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারষ্পরিক সহযোগীতার ক্ষেত্র তৈরি করা। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্প সহ আরো অনেকগুলো ক্ষেত্র বিমসটেক এর মূল উদ্দেশ্যভুক্ত।
বিমসটেক এর সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত এবং ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করেন।