এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌরসভায় বিট পুলিশিং কার্যক্রমের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বোদা পৌর ভবনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সহকারী পুলিশ সুপার তৌহিদ দৌলা রুপম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা থানার অফিচার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম, এসআই আজিজুল হক, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর বৃন্দ প্রমুখ। সভায় কাউন্সিলর বৃন্দ ও বিট পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।