13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়েছে ঔষধ শিল্প সমিতি

ডেস্ক
November 3, 2024 2:49 pm
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি)। আহতদের চিকিৎসার্থে রাজধানীর সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় ঔষধ,চিকিৎসা সামগ্রী, পথ্য, ফলফলাদি, নগদ অর্থ,বেসরকারি হাসপাতালে আহত অস্বচ্ছল রোগীদের চিকিৎসা খরচ,রোগী বহনে এ্যাম্বুলেন্স সহায়তা,মৃতদের লাশ পরিবারের কাছে পৌঁছে দেয়া,দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শে একজন মূমূর্ষ রোগীকে উন্নীত চিকিৎসার জন্য বিদেশ প্রেরনে বিমানের ভাড়া পরিশোধ করেছে। বাপির পক্ষ থেকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূসের নের্তৃত্বাধীন অন্তবর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে এই মহতী ও মানবিক উদ্যোগ নেয়। সংগঠনের ফান্ড ও বাপি’র সদস্যদের পক্ষ থেকে ঔষধ ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ, সেনা বাহিনী এবং সমাজ সেবা অধিদফত এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এ সহায়তা দেয়া হয়।

বাপি’র সভাপতি আবদুল মুক্তাদির এবং সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান বলেন, এ সংগঠনের জন্মলগ্ন থেকে দেশ ও মানুষের কল্যাণে,আতœমানবতার সেবায় নিরন্তর কাজ করে আসছে। তাঁরা জানান, জুলাই অভ্যূত্থানে আহতদের চিকিৎসা ছাড়াও সম্প্রতি ফেনীসহ দেশের কয়েকটি জেলায় স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্রদের স্থাপিত ‘ত্রাণ সহায়তা কেন্দ্র’ এ ৬ ট্রাক শুকনা খাওয়ার, জীবন রক্ষাকারি বিভিন্ন রকম ঔষধ এবং ঐসব এলাকায় স্থাপিত মেডিকেল টীমের মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেছে বাপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ট্রাক ঔষধ ঢাকা মেডিকেলে, ৬ ট্রাক ঔষধ সিএমএইচ এ, সেনা বাহিনীর মাধ্যমে ৪ ট্রাক এবং সেনা কল্যান সংস্থার মাধ্যমে ২ ট্রাক ঔষধ সরবরাহ দেয়া হয়। আর কিছু  ঔষধ ও নগদ অর্থ সহায়তা দেয়া হয় সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে। বাপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর জেনারেল ( অব:) মো: মুস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের পরিচালকদের মাধ্যমে চিকিৎসা সামগ্রী ও নগদ সহায়তা বাবত ব্যয় করেছে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ৯ লাখ টাকা, সিএমএইচ এ রোগীদের চিকিৎসার জন্য সেনাবাহিনী প্রধানের মাধ্যমে ১ কোটি টাকার চেক এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য স্ট্রেচারসহ রোগীর বিমান ভাড়া বাবত দেয়া হয় ৮ লাখ ৩৩ হাজার টাকা। এ ছাড়া ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর জন্য প্রধান উপদেষ্টার এ সংক্রান্ত গঠিত ফান্ডে জমা দেয়া হয় ১ কোটি টাকার চেক। সব মিলিয়ে বাপি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করে ২ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ১৩৪ টাকা।

http://www.anandalokfoundation.com/