বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় উপজেলা উপনির্বাচনকে সামনে রেখে আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের আহ্বানে বেড়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বেড়া উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সাহার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণভাবে সম্পাদক আব্দুর রশিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি পাবনা-২ আসনের সাংসদ এ্যাড.শামসুল হক টুকু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, পাবনা-২ আসনের সাবেক সাংসদ ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক আরজু,এ্যাড.বেলায়েত আলী বিল্লু সহ-সভাপতি পাবনা জেলা আওয়ামী লীগ, শ্রী বিজয় ভূষণ রায় সাংগঠনিক সম্পাদক পাবনা জেলা আওয়ামী লীগ, এইচ এমন ফজলুর রহমান মাসুদ কার্যকরী সদস্য পাবনা জেলা আওয়ামী লীগ।
উক্ত আওয়ামী লীগের বর্ধিত ও নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিতছিলেন পাবনা সদর আসনের সাংসদ গোলামফারুক প্রিন্স সাধারণ সম্পাদক পাবনা জেলা আওয়ামী লীগ, দ্বিতীয় বক্তা হিসেবে বর্ধিত সভায় বক্তব্য রাখেন রেজাউল হক বাবু বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল হক বাবু।
সভায় প্রধান অতিথি সাংসদ শামসুল হক টুকু বলেন,দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে,সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই।বিশ্বের দরবারে উন্নয়ণশীল দেশ হিসেবে বাংলাদেশ একটি রোল মডেল। গনতান্ত্রিক বাংলাদেশ বিশ্বের কাছে গনতন্ত্রের প্রতীক হয়ে উঠেছে,যা গনতন্ত্রকামী দেশের জন্য অনুকরনীয়।
দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের চিহিৃত করে তাদেরকে আওয়ামী থেকে বের করে দিতে হবে। আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে দেশ গড়ার কাজে আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করা এবং বেড়া উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বেড়া বাসীর প্রতি আহবান জানান।