বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া বাজারে আগুনে ২৫টি দোকান ঘর পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বেড়া মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাকালিয়া বাজার কমিটি সুত্রে জানা যায়, গত কাল শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে বাজারের ২নং গলির বক্কার মোল্লার ভুষির বন্ধ দোকান ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে অন্যান্য ঘরে লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে বেড়া ও সাঁথিয়া ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ২৫টি বিভিন্ন পন্য সামগ্রীর দোকান ঘর পুড়ে ভষ্মিভুত হয়। এতে করে ভুষি মাল, বাদামের আরত ঘর, ঔষুধের দোকান, মুদিখানা দোকানসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ২৫ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার ঘটনা চারিদিকে ছড়িয়ে পরলে বাজার এলাকার পেচাকোলা, হরিরামপুর, নয়ানপু ও হাটুরিয়া গ্রামের হাজার হাজার লোক এসে আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নি কান্ডের খবর পেয়ে বেড়া সার্কেল শেখ জিল্লুর রহমান,বেড়া মডেল থানার ওসি আবুল কাশেম, অফিসাস মাসুমবিল্লা ফোর্স নিয়ে ঘটনা স্থালে পৌঁছান। সর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনে করেন।
নাকালিয়া বাজারের আড়ৎদার আব্দুল হামিদ জানান, তার ঘরে প্রায় ৩৫ লক্ষ টাকার চীনা বাদাম মওজুত ছিল, সবই পুড়ে ছাই হয়ে গেছে। ভুষির দোকানদার রফিকুল ইসলাম বলেন. তার প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ঔষুধ ব্যবসায়ী রাজু আহম্দে বলেন, তার প্রায় ৩ লক্ষ টাকার ঘর ও ঔষুধ আগুনে পুড়ে ছাই গেছে। নবি শেখ বলে, তার মুদিখানার দোকানের প্রায় ৫ লক্ষ টাকার মালামালসহ ঘর পুড়ে গেছে।
নাকালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক মোল্লা, ৭নং ওয়ার্ডের ইউপিন সদস্য মিজানুর রহমান, সাবেক মেম্বর আবুল খায়ের, ব্যবসায়ী সনৎদাস, বাবু, হামিদ, শফিকুলসহ অনেকেই বলেন,নাকালিয়া বাজারে আগুন লেগে যে ক্ষতি হয়েছে তাতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সরকারী সাহায্য না পেলে এরা আর ব্যবসায় টিকে থাকতে পারবে না। তাদের মুলধন সমেত ভবিষ্যৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী,হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ মোস্তাফিজুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরির্দশন করেন।