কালকিনি, মাদারীপুর প্রতিনিধিঃ ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে মাদারীপুর কালকিনিতে আড়িয়াল খা নদে ডুবে এক শিশু মারা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জয়দেবপুরের ভাওয়াল গ্রামের মাহতাব হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১০) ঈদের তার নানাবাড়ি কালকিনির এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে বাবার সাথে পাশে আড়িয়াল খা নদে গোসল করতে গিয়ে নিখোজ হয়। পরে শুক্রবার সকালে পাশের একই উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি বাজার সংলগ্ন আড়িয়ার খা নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ও পরিবারের লোকজন এসে সুমাইয়ার লাশ শনাক্ত করে নিয়ে যায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।