14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমা‌ন্তে হুন্ডির ৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ পাচারকারি আটক

admin
May 31, 2018 6:31 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোল : ভার‌তে পাচা‌রের সময় বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারস্থ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনের ৩য় তলায় ২১২ নম্বর রুমের ভেতর থেকে রেজাউল করিম (৪০) নামের একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক রেজাউল শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল হক জানান, ‘হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনের ৩য় তলায় ২১২ নম্বর রুমে অবস্থান করছেন’ গোপন এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল তাকে আটক করে।
পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৬ লাখ ৮০ হাজার টাকা পাওয়া যায় ।

আটক পাচারকা‌রি‌কে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে  এবং উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে ব‌লে তি‌নি জানান।

http://www.anandalokfoundation.com/