মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোল সিমান্ত থেকে ২ কেজি গাঁজা ৮ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোটথানা পুলিশ।
আটক আসামীরা হলেন,বেনাপোল পোটথানাধীন ২ নং ঘিবা গ্রামের মফিজুর রহমানের ছেলে আলমগীর(৪০) বেনাপোল পোটথানাধীন গাতিপাড়া গ্রামের বজলু রহমানের ছেলে জনি হোসেন(২৬)।
সোমবার (১৪ ফ্রেবয়ারী) সন্ধ্যায় পুলিশ জানায় বেনাপোল পোটথানাধীন এলাকায় মাদক বিরুদ্ধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল ভূইয়া জানান,এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।