বেনাপোল প্রতিনিধি: উৎসব আনুষ্টানিকতার মধ্য দিয়ে বেনাপোল রিপোটার্স মাল্টিপারপার্স কো অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক বনভোজন২০১৭ ঝিনাইদাহ তামান্না ফ্যামিলি পার্কে অনুষ্টিত হয়েছে। সাংবাদিক এম এ রহিমের নের্তৃত্বে সমিতির সদস্যরা সহ আমন্ত্রিত দেশী বিদেশী মেহমানরা স্বপরিবারে আনন্দ ভ্রমনে অংশ গ্রহন করেন। ক্রিড়া আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানে অতিথি ও সদস্যরা অংশ গ্রহন করেন। পুরস্কার ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় বিজয়ী ও আমন্ত্রিত মেহমানদেরকে।
বনভোজন কমিটির চেয়ারম্যান আব্দুর রাকিব আহম্মেদ সাজুর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা সমবায় অফিসার আজিজুর রহমান,বিশেষ অতিথি ভারত থেকে আগত-সাহিত্যিক ও দৈনিক আনন্দ বাজার পত্রিকায় নিয়মিত কলাম লেখক সুশীল কুমার সাহ-গবেষনা ধর্মি সংগঠন রিসা বাংলাদেশের সভাপতি শাহজাহান আলী, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজামান আসাদ, লাইট লাইন ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম জনি,সানফ্লেওয়ার প্রিক্যাডেট স্কুলের অধ্যাক্ষ খালেদা খাতুন, সমিতির উপদেষ্টা আব্দুল হামিদ, প্রেসক্লাব বেনাপোলের সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক সেলিম রেজা, জহিরুল হক, সমিতির সভাপতি আইয়ুব হোসেন, ইব্রাহিম হোসেন ঝন্টু, আক্তার হোসেন, রিওন কবির, আব্দুল জব্বার, হাফিজুর-ইতি প্রমুখ। বনভোজন অনুষ্টান মিলন মেলায় পরিনত হয়।