ঢাকা

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের  ২০০৬ এর ব্যাচের বনভোজন উদ্‌যাপন

Link Copied!

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের  ২০০৬ এর এসএসসি ব্যাচের বনভোজন অনুষ্ঠিত।
শনিবার (৪ ফেব্রয়ারী) সকালে বেনাপোল  বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের  ২০০৬ এর এসএসসি ব্যাচের বনভোজন  ঝিনাইদহ ড্রিমজন ভেলি পার্কে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের  ২০০৬ এর এসএসসি ব্যাচের সকল বন্ধুরা।
বন্ধুত্ব একে অন্যের সুখে-খুশিতে লাফিয়ে ওঠার একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানোর। মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া আর চূড়ান্ত পাগলামি করার একমাত্র আধার এ বন্ধুত্ব। বন্ধুত্ব কোনো বয়স মেনে হয় না, ছোট-বড় সবাই বন্ধু হতে পারে। তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই তা হল ভালোবাসা আত্মার সঙ্গে আত্মার টান থাকতেই হবে।
বন্ধু এ শব্দের মাঝেই সব লুকায়িত এতে কোন বয়স বাধা নয়। কিশোর বয়সের কোন ছেলে বা মেয়ের সাথে যদি তার চেয়ে বড় কারও সাথে বন্ধুত্ব হয় তবে তা তাকে জ্ঞানের পরিসীমা বাড়াতে বিরাট ভূমিকা রাখে। তবে তার জন্য প্রয়োজন পরস্পরের প্রতি বিশেষ যত্ন। অনেক বিষয় ছোট্ট বন্ধু বুঝতে বা মানতে দ্বিধা করবে সে জন্য তকে সব সমসাময়িক দিক থেকে বা বর্তমান সময় উপযোগী বিষয় দিয়ে বুঝানো। তাঁর মনে যেন কোন ভয় না থাকে সে বিষয়ে খোলা মেলা আলোচনা করা। এ জন্য বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় উপস্থাপন করা। ভালো মন্দ সব কিছু খোলামেলা আলোচনা করা, যাতে আগামীর দিন গুলো সুন্দর ও সুখের হয়। আমাদের পিতা মাতা আমাদের সব থেকে আপন বা কাছের মানুষ হলেও অনেক বিষয় আমরা তাদের সাথে বলতে পারিনা। কিন্তু বন্ধুর সাথে অকপটে সব ভালো মন্দ যত খারপ হোক র্নিদ্বিধায় বলা যায়, আর সেটার নামই প্রকৃত বন্ধু।
“বন্ধু” তিন অক্ষরের ছোট এই শব্দের মাঝে যেন মিশে আছে সহজ-সরল অনুভূতি, বিশ্বস্ততা আর নির্ভরতার মায়া। আর এই মায়ার বাঁধন তৈরি হয়েছে স্কুলজীবন থেকে। সেই সময় বন্ধুদের নিয়ে হাঁসি, ঠাট্টা, গল্প, আড্ডা, খেলাধুলা আর গানে গানে কেটেছে সময়। তখন আনন্দময় দিনগুলো নানা আয়োজনে মেতেছি সবাই। এসব সোনা, হীরা, রুপার বন্ধুর মধ্যে দিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের নিয়ে জীবন কাটাতে হচ্ছে আমাদের। তবে হ্যাঁ এটা সত্যি বন্ধুত্ব চলমান একটি প্রক্রিয়া। তাই শিশুকাল থেকে বৃদ্ধাকাল পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি মুহুর্তে বন্ধু তৈরি হতে পারে। মনে রেখ হীরা পেয়ে সোনাকে ভুলে যেও না। কারন বাস্তব জীবনে হীরা ধারণ করতে সোনাই লাগবে। আর সেই সোনা বন্ধু হলো স্কুলজীবনের বন্ধু।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমাদের ফেসবুকে-মেসেঞ্জারে নানা ধরনের বন্ধু তৈরি হয়ে থাকে। এদের স্থায়িত্ব হয় একদিন, দুই দিন বা কয়েক মাস। এসব বন্ধু বিশ্বাস বা আস্থার জায়গায় থাকে হাতে গোনা দু’একটি।
জীবনে যত বন্ধু আসবে স্কুল জীবনের বন্ধুরা হলো বেষ্ট। চিন্তা চেতনা হৃদয়জুড়ে আছে স্কুল জীবনের বন্ধুরা। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় মান অভিমানের কথাগুলো সবার কাছ থেকে উঠে এসেছে। এখন আবার যেন বন্ধুত্বের বন্ধন সজীবতায় পিরে এল। সম্পর্কের গুরুত্বে সাময়িক দুরুত্ব হলেও সবাই যেন হারানো জীবন ফিরে ফেল। চোখের আড়াল হলেও মনের আড়াল হয়না আসল প্রকৃত বন্ধুরা এটাই প্রমাণিত।
বন্ধু আলামিন বলে, দীর্ঘদিন পর ছোটবেলায় শৈশবে ফিরে গেলাম দীর্ঘ সময় কেটেছে ফোনে গল্প আর স্কুল জীবনের স্মৃতিরচারনের মধ্য দিয়ে। তখন বুঝলাম বন্ধুত্বের জীবন কতই না মধুর।
ফিরে গেলাম জীবনের সেই ফেলে আসা মুহূর্তে। সত্যি বন্ধুত্ব সম্পর্ক কখনোই বদলায় না, বদলায় সময়।বন্ধুত্বের মূল্যায়ন সত্যি কি সবাই বুঝে? নিজকে প্রশ্ন করলে উত্তর অবিশ্যয়ই বেরিয়ে আসবে। উত্তর আসবে যা কিছু বুঝি তবে সেইটা আমরা হারিয়ে ফেলার পর বুঝতে পারি।
বন্ধু রাজন বলে একজন বন্ধু কতটা শিক্ষিত বা ধনী-গরিব তা গুরুত্বপূর্ণ নয়। উন্নত চরিত্রে বন্ধুত্বের সম্পর্ক কতটা আন্তরিক সেটাই গুরুত্বপূর্ণ। ছোট বেলায় আমাদের বন্ধুত্ব ছিল স্বার্থ এবং শর্ত ছাড়া। ঠিক তেমনি বন্ধুরা যত শিক্ষিত এবং অর্থে ধনী হোক না কেন, বন্ধু -বন্ধুই থেকে যায়। সময়ের ব্যবধানে কিছু বন্ধু আমদের স্ট্যাটাস বা চায়ের আড্ডায় স্থান পায়না। অথচ আমাদের দেখার পর তাদের চক্ষু শীতল হয়ে কাছে ছুটে আসে। এমন সব প্রাণের বন্ধুদের খেয়াল রাখা দরকার বড় স্বার্থপর যেন না হয় কোন বন্ধু।
http://www.anandalokfoundation.com/