13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল মদসহ ৩ স্কুল ছাত্র আটক

admin
July 24, 2017 5:09 am
Link Copied!

মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ  বেনাপোল যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা চেকপোষ্ট এলাকা থেকে তিন বোতল মদ সহ ৩ স্কুল ছাত্র কে আটক করেছে।

রোববার (২৩ জুলাই)বিকালে তাদেরকে আটক করেন।আটকরা হলো,বেনাপোল পৌর সভার গাজিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে আব্দুল্লাহ(১৯),একই গ্রামের গোলাম আলীর ছেলে সাহাদত(১৪)ও বেনাপোল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আল আমিন(১৮)।আটকের পর তারা লেখাপড়া করেন বলে বিজিবি জানাই।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান,গোপন সংবাদে জানতে পারি তিন যুবক মদ নিয়ে চেকপোষ্ট থেকে যশোরে যাবার উদ্দেশে সাদিপুর মোড়ে অপেক্ষা করছে।এমন সংবাদে সঙ্গীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ বোতল দামী মদ সহ তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/