বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন জারিফ ইন্টারন্যাশনাল নামে এক আমদানি কারক প্রতিষ্ঠান।
সোমবার(০৫ জুন) রাত ৯ টার সময় ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বেনাপোল বন্দর থেকে এ পেঁয়াজ খালাস নিতে প্রয়জনিয় কাগজ পত্র দাখিল করেছেন রয়েল এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।
এসময় রয়েল এন্টারপ্রাইজের সত্বাধীকারি রয়েল ইসলাম জানান,সোমবার রাত ৯ টার দিকে ভারত থেকে তিনটি ট্রাকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন পেয়াজ ৩২০ ইউএস ডলার মূল্যে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৮.৩৬ টাকা বলে তিনি জানান।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, গত ৩ মাস পর বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। কৃষি মন্ত্রনালয় আজ সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন। আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।