বেনাপোল চেকপোষ্ট বন্দর বাজার ব্যবসায়ি সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেনাপোলের শহীদ আব্দুল্লাহর দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার সময় বেনাপোল চেকপোষ্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল চেকপোষ্ট বন্দর বাজার ব্যবসায়ি সমিতীর সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা ওসি রাসেল মিয়া, বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল স্থল বন্দরের টার্মিনাল ইনচার্জ হাফিজুর রহমান, বেনাপোল ইমিগ্রেশন এর এস আই তুহিন, নবনির্বাচিত কমিটির সহ সভাপতি ইদ্রিস আলী ইদু, জিএম আশরাফ, শেখ কাজিম উদ্দিন, মো: আনিছুর রহমান,মশিউর রহমান, উজ্জল বিশ্বাস, সাধারন সম্পাদক জমিম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হাসানুজ্জামান,জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন বেনাপোল চেকপোষ্ট একটি আন্তর্জাতিক চেকপোষ্ট। এর সাথে দেশের ভাবমুর্তি জড়িয়ে আছে। কারন ভারত প্রবেশের প্রধান ফটক এই বন্দর। প্রতিদিন দেশী বিদেশী পর্যটক এ পথে যাতায়াত করে থাকে। তাই নবনির্বাচিত বাজার ব্যবসায়ি সমিতির কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। কারন এখানে এক শ্রেনীর দালাল চক্র প্রতিনিয়ত পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারণার মাধ্যেমে টাকা পয়সা হাতিয়ে নেয়। যা দেশের তথা বেনাপোলের ভাবমুর্তি ক্ষুন্ন করে। আমাদের বেনাপোলের তথা দেশের ভাবমুর্তি যাতে উজ্জল থাকে সেদিকে খেয়াল রেখে প্রশাসনের সহযোগিতা নিয়ে সেবা দিতে হবে। এই বেনাপোল দেশের একটি বড় স্থল বন্দর। দেশের উৎপাদিত কলকারখানার সিংহ ভাগ পণ্য এপথে ভারত থেকে আমদানি করা হয়। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার যেভাবে দেশটাকে রসাতলে ফেলে রেখেছে আমাদের সেখান থেকে উত্তোরণ পেতে হবে। এখন সকলকে কাধে কাধ রেখে কাজ করতে হবে।