স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস থেকে ৭শ গ্রাম ওজনের ৭ টি স্বর্ণের বারসহ দুই পাসপোর্ট যাত্রী আটক হয়েছে।
শুক্রবার(০৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যা তাদের আটক করে।
আটক স্বর্ন পাচারকারীরা হলেন, কুমিল্লার আব্দুল মান্নানের ছেলে মাহাবুব আলম(৩৬) ও মুনন্সিগব্জের আশুলিয়ার উপজেলার মুনন্সিগব্জের গ্রামের আবদুল মান্নের ছেলে মিজানুর রহমান (৪০)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বর্ন পাচারকারীদের বিষয়ে তাদের কাছে আগে থেকে গোঁপন খবর ছিল।
বেনাপোল কাস্টমস- চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে জুতার মধ্যে থাকা ৭ টি স্বর্ণেরবার পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রীয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে ও জানান তিনি।