14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ২৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

admin
August 15, 2017 10:01 pm
Link Copied!

স্টফ রিপোর্টার ‌বেনা‌পোল : বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে হুন্ডির ২৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ শ্রী সুব্রত কুমার দত্ত ( ৩৫ ) কে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় হুন্ডির টাকাসহ তাকে আটক করা হয়। আটক সুব্রত যশোরের ঝিকরগাছা উপজেলার কৃঞ্চনগর গ্রামের মৃত শচিন দত্তের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )’র যশোর – ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে . কর্ণেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পে‌রে বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি কালো ব্যাগসহ সুব্রতকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে হুন্ডির ২৮ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক সুব্রতকে ও উদ্ধারকৃত ২৮ লক্ষ ৫০ হাজার টাকা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ব‌লে তি‌নি জানান।

http://www.anandalokfoundation.com/