13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে শুল্ক ফাঁকির অভিযোগে ১০ ট্রাক আমদানিকৃত মার্বেল স্লাব আটক

admin
November 14, 2016 11:48 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল শুল্ক গোয়েন্দা স্থল বন্দর বেনাপোলে অভিযান চালিয়ে মিথ্যা ঘোষনায় আনিত ১২৯.৮ টন মার্বেল ও গ্রাœাইট পাথর আটক করেছে। কম শুল্ক ঘোষনার পন্য শ্লেট পাথরের পরিবর্তে আনা হয়েছে মার্বেল ও গ্রানাইট পাথর।
বৃহস্পতিবার সাড়ে ৪ টার সময় বেনাপোল শুল্ক গোয়েন্দা অফিসে সাংবাদিকদের প্রেস ব্রিফিং দেন শুল্ক ও গোয়েন্দার  উপ-পরিচালক এইচ এম শরিফুল হাসান। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সহকারি পরিচালক গোলাম রসুল ও সহকারি রাজস্ব কর্মকতা আব্দুল মোতালিব ।
শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক এইচ এম শরিফুল হাসান জানান, ভারত থেকে ৬ ট্রাক আমদানি শ্লেট পাথর দেখিয়ে গত ৮/১১/১৬ ইং তারিখে বন্দরের ৩১ নং শেড থেকে  ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে খালাসের প্রাক্কালে গোপন সংবাদের মাধ্যমে পন্য আটক করা হয়। যার  বেনাপোল কাষ্টমসে বি/ই নং ৬৭০২০ তারিখ ০৮/১১/১৬ ইং। পন্য চালানটির আমদানি মেনিফেষ্ট নং ৫১৩০২/৬ তারিখ ৭/১১/১৬। ভারতীয় উক্ত পন্যর ইনভয়েস ৩৭% করভার সম্বলিত শ্লেট স্টোন ঘোষনা দেয়া হয়। কিন্তু উক্ত পন্যটি ইনভেন্ট্রি করে পাওয়া যায় ১৫০.৯% করভার সম্বলিত পন্য মার্বেল ও গ্রানাইট। পন্য চালানটির আমদানি কারক যশোরের হোটেল জাবির প্যারাডাউজ লি:। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মেসার্স বেঙ্গল এজেন্সী। ট্যারিফ  ভ্যালু অনুযায়ী প্রতি কেজি স্লেট স্টোনের করযোগ্য মুল্য ০.৩১ ডলার আর মার্বেল ও গ্রানাইটের প্রতিকেজির মূল্য যথাক্রমে ০.৪৫ ডলার ও ০.৫৬ ডলার।
বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের একজন পন্যটির কায়িক পরীক্ষা করেন। সেখানে বেনাপোল কাষ্টমস হাউজের প্রতিনিধিরা ও উপস্থিত ছিলেন। কায়িক পরীক্ষার সময় পন্যচালানটির নেট ওজন ছিল ১২৯.৮ টন। সেখানে ৮৮.৮ টন ছিল গ্রানাইট স্লাব এবং বাকি ৪১ টন মার্বেল স্লাব পাওয়া যায়।
তিনি আরো জানান পন্য চালানটির মুল্য প্রায় দেড় কোটি টাকা। সরকারি রাজস্ব আসে ৬৪ লাখ ৩৩ হাজার টাকা । হোটেল জাবির প্যারাডাইজ শুল্ক পরিশোধ করেন মাত্র ১১ লাখ ৬৬ হাজার টাকা । শুল্ক ফাঁকির পরিমান ছিল ৫২ লাখ ৬৭ হাজার টাকা।
কাষ্টমসের সহকারি পরিচালক গোলাম রসুল বলেন কাষ্টমসের আদালতে কোন পন্যও শুল্ক ফাঁকির অভিযোগ প্রমানিত হলে পন্যমুল্রের তিনগুন পরিমান অর্থদন্ড হতে পারে। একই সাথে পন্য রাষ্ট্রের অনকুলে বাজেয়াপ্ত হতে পারে।

 

http://www.anandalokfoundation.com/