14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ভারতীয় থ্রি-পিচ বোঝায় প্রাইভেটকারসহ আটক-২  

Rai Kishori
May 13, 2019 8:33 am
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ভারত থেকে পাচার করে আনার সময় বেনাপোল সীমান্ত থেকে ১৯৫ পিস থ্রি-পিচসহ দুই চোরাচালানীকে প্রাইভেটকারসহ আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
রোববার (১২ মে) সকালে বেনাপোল পৌর এলাকার  বড়আঁচড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ঢাকা নবাবগঞ্জ সুজাপুর এলাকার আক্তার হোসেনের ছেলে শাওন (৩৬) ও বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের  সলেমানের ছেলে হামিদ (৩১)।
আটককৃতদের থানায় এনে ব্যাপক জেরা করার পর আসামীরা এ চোরাচালানীর সাথে জড়িত আরো সাত জনের নাম স্বীকার করে। পরে পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাতজনকে পলাতক আসামী করেছেন।
পলাতক আসামীরা হলো, বড়আঁচড়া গ্রামের শিমুল (৩৬), গাতিপাড়া গ্রামের রেজাউল করিম (৪৮), গাতিপাড়া গ্রামের আলিমুল(৩৮), গাতিপাড়া গ্রামের শাহাজান (৪২), গাতিপাড়া গ্রামের মিন্নু (৪৩), গাতিপাড়া গ্রামের আব্দুল (৪৫) ও গাতিপাড়া গ্রামের সালাম মাষ্টার (৪০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান থ্রি-পিচের একটি চালান এনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বড়আঁচড়া শামু ফকিরের আস্তানার উত্তর পাশে পাকা রাস্তার উপর একটি প্রাইভেট কারে ভর্তি করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১৯৫ পিস থ্রি-পিচ ও ঢাকা মেট্টো গ-১১-৯২২ নং সাদা একটি প্রাইভেটকারসহ শাওন ও হামিদকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা  দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। আর পলাতক আসামীদের আটকের জন্য অভিযান চলছে।
http://www.anandalokfoundation.com/