মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার নারানপুর কিলেরকান্দা গ্রামের জামাল শেখের ছেলে সাইল শেখ (১৯) ও জয়নাল আবেদিনের ছেলে ফিরোজ হোসেন(৩৮)।
রবিবার (৬ মার্চ ) রাতে ডিবি জানায় বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন কলেজপাড়া বাহাদুরপুর রোডস্থ পাকা রাস্তার উপর হইতে ২০ ফেনসিডিল একটি মোবাইলসহ তাদের গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৪০,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।