ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।  আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার ৩ নং ঘিবা গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে কুদ্দুস আলী (৪৫)
বুধবার (৭ জুন) বিকালে ডিবি পুলিশ জানায়,  বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধান্যখোলা দক্ষিণপাড়া (কালমাঘপাড়া) সাকিনস্থ ধান্যখোলা টু ঘিবাগামী ইটের সলিং রাস্তার উপর হইতে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
 উদ্ধারকৃত আলামতের মূল্য ৬০,০০০/- টাকা।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান।এ সংক্রান্ত বেনাপোল  থানায় এজাহার দায়ের করা হয়।
http://www.anandalokfoundation.com/