14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৫ দিন

admin
October 3, 2019 8:57 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃশারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে টানা ৫ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওই পথে এই আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, এবার পূজায় ছুটি কাটাতে ব্যবসায়ীরা ৫ দিন বেনাপোল বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ৯ অক্টোবর সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে। বিষয়টি চিঠিতে পেট্রাপোল ও বেনাপোল বন্দর, কাস্টমস ও বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে জানানো হয়েছে।
বেনাপোল আমদানি, রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, তারা ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে বাণিজ্য বন্ধের বিষয়টি জানতে পেরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, এ পথে পূজার সময় আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী সেবায় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
http://www.anandalokfoundation.com/