মোঃ মাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে দুই হাজার কেজি ভারতীয় চেরি ফল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৩১ জুলাই) সাদিপুর গ্রামের মাঠ পাড়ায় অভিযান চালিয়ে এসব চেরি ফল উদ্ধার করে। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, চেরি ফল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ফোর্স নিয়ে সাদিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তারা দুই হাজার কেজি চেরি ফল উদ্ধার করে।
অপরদিকে বিজিবির একই টহল দল ছোট আচঁড়া গ্রামের পাকা সড়ক অভিযান চালিয়ে পাঁচ বেল ৬০ শট নামে ভারতীয় বাজি উদ্ধার করে। উদ্ধার করা চেরি ফল ও বাজির বর্তমানে মূল্য ৭ লাখ টাকা।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ‘উদ্ধার করা মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।