ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে নারী নির্যাতনকারী দেলোয়ারের খামারে ককটেল-কার্তুজ

Rai Kishori
October 6, 2020 12:08 pm
Link Copied!

সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে এক নারীকে নির্যাতনের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনের মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও ১২ বোরের বন্দুকের দুইটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ওই খামারে অভিযান চালানো হয়।
র‍্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আবু সালেহ জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র‍্যাবের একটি দল অস্ত্রসহ নারী নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতারের পর তার ব্যাপারে অনুসন্ধান শুরু করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কামরাঙ্গীর চরের পুলিশ ফাঁড়ির গলি থেকে অপর আসামি বাদলকেও গ্রেফতার করা হয়।
সোমবার জিজ্ঞাসাবাদে প্রধান আসামি দেলোয়ার হোসেন স্বীকার করে বেগমগঞ্জ এলাকায় তার মাছের খামারে কিছু অস্ত্রশস্ত্র রয়েছে। পরে তার  স্বীকারোক্তি মোতাবেক র‍্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি টিম ওই মাছের খামারে অভিযান চালিয়ে সাতটি তাজা ককটেল ও ১২ বোরের বন্দুকের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
http://www.anandalokfoundation.com/