অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে শান্তি পরিকল্পনা প্রকাশ করল। ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমারা সহ আরব দেশগুলোর বেশিরভাগই এই শান্তিচুক্তিকে সমর্থন করছে।
সৌদি আরব, ওমান, বাহরাইন, মিসর, জর্ডান, আমিরাতের মতো দেশগুলো ছিল সমর্থনের প্রথম সারিতে। ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমারা ইতিমধ্যে সমর্থন দিয়েছে। ফিলিস্তিন কোনোভাবেই এই চুক্তি মানতে রাজি না। শুধুমাত্র ইরাক, ইরান, তুরস্ক এর বিরোধিতা করেছে।
হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিরাষ্ট্রীয় শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছেন ট্রাম্প। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী রেখেই এই শান্তি পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি জর্ডান উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসবে। শান্তির কথা বলে যে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ দেওয়া হচ্ছে, তা ইসরায়েলে জন্য নতুন ভোর আনবে, এটা সত্য। কিন্তু আরবের জন্য নিয়ে আসবে এক গভীর অন্ধকার।
ফিলিস্তিনের সার্বভৌমত্বকে ইসরায়েল স্বীকারই করে না। তাহলে হঠাৎ করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এত উঠেপড়ে লেগেছে কেন? শান্তিচুক্তি সামনে রেখে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। এই চুক্তি কার্যকর হলে বাস্তবে ইসরায়েলের মানচিত্র আরও বৃদ্ধি পাবে।
প্রথমে জর্ডান উপত্যকা দখলে নিয়ে ও পরে জর্ডানের এই উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে অঙ্গীভূত করার পরিকল্পনা বাস্তবায়িত করে। এসব বিষয়ে ট্রাম্প বা নেতানিয়াহু খোলাসা করে না বললেও অনেক দিন ধরেই ইসরায়েলের পত্রিকাগুলো প্রকাশ করছে এই পরিকল্পনা। জেরুজালেম পোস্ট’ ও ‘হারেৎস’ এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। শতাব্দীর শান্তিচুক্তিতে পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলে নেওয়ার কথা বলা আছে এতে।
‘হারেৎস’ পত্রিকা ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলে ডানপন্থীদের পরিকল্পনা হচ্ছে জর্ডান উপত্যকা দখল করে নেওয়া। এরপর প্রচারণা শুরু করবে, ঐতিহাসিকভাবেই জর্ডান ইসরায়েলের অংশ। জর্ডানের ক্ষমতা থেকে বাদশাহ আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করা হবে। পশ্চিম তীরের সঙ্গে যুক্ত করে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও জর্ডানের মধ্যে একটি কনফেডারেশন করা হবে। ইসরায়েলের নীতিনির্ধারকেরা মনে করেন, এটা যখন বাস্তবায়িত হবে তখন স্বয়ংক্রিয়ভাবেই পশ্চিম তীরের ফিলিস্তিনের নাগরিকদের জর্ডানের ওপর অধিকার সৃষ্টি হবে।
এ ছাড়া ইতিমধ্যেই লাখ লাখ ফিলিস্তিনি জর্ডানে অবস্থান করছে। এদের অনেকেরই জর্ডানের পাসপোর্ট রয়েছে। জর্ডানকে পশ্চিম তীরের সঙ্গে যুক্ত করে দিতে পারলে এক ঢিলে দুই পাখি শিকার করবে ইসরায়েল। প্রথমত, পশ্চিম তীরের ফিলিস্তিনিরা জর্ডানকে সঙ্গে নিয়ে একটি রাষ্ট্র বা কনফেডারেশন করলে ইসরায়েলের সঙ্গে বিবাদ থেকে সরে আসবে। আর ফিলিস্তিনকে রাষ্ট্র করে দিলেও ওই রাষ্ট্র কার্যত ইসরায়েলের নিয়ন্ত্রণ ও দখলেই থাকবে।
এ জন্যই প্রথমে দ্বিরাষ্ট্রীয় তত্ত্ব দেওয়া হয়েছে। বেশির ভাগ রাষ্ট্রই এই তত্ত্বকে সমর্থন করবে। বাস্তবে তা-ই হচ্ছে। অধিকাংশ আরব দেশ, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমারা ইতিমধ্যে সমর্থন দিয়েছে। তাই ফিলিস্তিন, তুরস্ক বা ইরান বিরোধিতা করলেও বৈশ্বিক সমর্থন নিয়ে ইসরায়েল এককভাবেই জর্ডান উপত্যকা দখলে নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেডিভ ফ্রিডম্যান জর্ডান উপত্যকা দখলের সমর্থন দিয়ে রেখেছেন।
জেরুজালেম ও জর্ডান উপত্যকা ছাড়া ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করলেও সবাই তাদের স্বীকৃতি দেবে। এরপর আরব-ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে জর্ডান নদীর পূর্বপারে। জর্ডান নদী ইসরায়েল ও আরব-ফিলিস্তিন রাষ্ট্র ব্যবহার করবে সমানভাবে। ইসরায়েল এই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী যে সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের পুত্র জিলাদ শ্যারন মনে করেন, এই পরিকল্পনা নাকচ করে দেওয়ার সক্ষমতা জর্ডানের নেই। ইসরায়েল জর্ডানের বাদশাহর দুর্বলতাগুলো ভালো করেই জানে। এবং এ-ও মনে করে যে, বাদশাহ আবদুল্লাহর ক্ষমতায় টিকে থাকা অনেকটাই ইসরায়েলের ওপর নির্ভরশীল।
আর কোনো কারণে বাদশাহ আব্দুল্লাহ যদি শান্তিচুক্তি বাতিল করেন তবে তেল আবিব সঙ্গে সঙ্গেই তাঁকে অপসারণ করবে। এ ক্ষেত্রে ইসরায়েলকে আরব দেশগুলো তো বাধা দেবেই না, বরং সমর্থন দেবে শান্তির কথা বলে। জর্ডানের বাদশাহ জনরোষ ও ইসরায়েলের কূটকৌশলের মধ্যে আটকা পড়েছেন। জনসাধারণের আয় হ্রাস পাচ্ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে। উপসাগরীয় দেশগুলো থেকে সহায়তাও কমেছে। বিভিন্ন কারণে জর্ডান ভালো নেই। এই পরিস্থিতির সুযোগ নিতে চাইছে ইসরায়েল। এসব হচ্ছে ইসরায়েলের ভবিষ্যৎ পরিকল্পনা।