অবিশ্বাস্য হলেও বিয়ের মাত্র তিন মিনিটের মাথায় বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। তাও আবার নববধূর পক্ষ থেকে।
রিপোর্টে বলা হয়েছে, কুয়েতের একটি আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর ওই কক্ষ থেকে বের হবার সময়ই হোঁচট খেয়ে লুটিয়ে পড়েন নববধূ। আর তখনই তার স্বামী তাকে সাহায্য না করে উল্টো তাকে বোকা মেয়ে বলে কটাক্ষ করেন।
আর এতেই রেগে যান ওই নববধূ, তাৎক্ষণিক আবার আদালত কক্ষে প্রবেশ করে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান বিচারকের কাছে!
নববধূর এই আচরণে সমর্থনও দেন তার পরিবার। তাদের দাবি, যে ব্যক্তি প্রথমেই এমন অসহযোগিতাপূর্ণ আচরণ করতে পারে সে সারাজীবন কিভাবে এই সম্পর্ক টিকিয়ে রাখবে! তাই বিচ্ছেদই একমাত্র সমাধান।
খবর খালিজ টাইমস।