বিশেষ প্রতিবেদকঃ ভারতের বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরঙ দলকে ‘ধর্মীয় জঙ্গি সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। গত ৪ জুন প্রকাশিত সিআইএ’র বার্ষিক রিপোর্ট ওয়ার্ল্ড ফ্যাক্টবুকে সংগঠন দুটিকে ‘ধর্মীয় জঙ্গি সংগঠন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভিএইচপি মুখপাত্র বিনোদ বনশল এই রিপোর্টকে ‘ভুয়া’ হিসেবে উল্লেখ করে বলেন, ইতোমধ্যে ভারত সরকারকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে অনুরোধ জানিয়েছি আমরা। এজন্য সিআইএকে ক্ষমা চাইতে হবে।
সিআইএ প্রতি বছর তাদের ফ্যাক্টবুকে বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনৈতিক সংগঠনগুলোর একটি তালিকা প্রকাশ করে। যে সংগঠনগুলো রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করলেও নেতারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন না, সেই সংগঠনগুলোকে এই বছর আলাদাভাবে তালিকায় অন্তর্ভুক্ত করেছে সিআইএ।
এই তালিকায় থাকা ভারতীয় সংগঠনগুলোর মধ্যে ভিএইচপি ও বজরঙ দল ছাড়া রয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস), হুরিয়ত কনফারেন্স, জমিয়তে উলেমা হিন্দ। ভোটে অংশ না নেয়া এই প্রভাবশালী সংগঠনগুলোকে আবার নানা শ্রেণিতে ভাগ করা হয়েছে।
সিআইএ’র এই রিপোর্টে আরএসএসকে জাতীয়তাবাদী, হুরিয়ত কনফারেন্সকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং জমিয়তে উলেমা হিন্দকে ধর্মীয় সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। ভিএইচপি ও বজরঙ দলকে বলা হয়েছে ধর্মীয় জঙ্গি সংগঠন।
উল্লেখ্য, এর আগে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত সিআইএ’র রিপোর্ট ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল।