সিলেট প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গিবাদ ও সস্ত্রাস বিরোধী সভা শনিবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আবু নছর ওয়াহিদ ঘুরী সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো:সেলিম জাহাঙ্গীর পরিচালনায় বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান জনাব লিলু মিয়া সাহেব |বক্তব্যে তিনি বলেন “দলমত নিবিশেষে সকলের সম্মেলিত প্রচেষ্ঠায় জঙ্গীবাদ নিমুল করা সম্ভব “|এ সময় এলাকার গনমান্য ব্যাক্তি সহ, সাংবাদিক কামরান আহমদ, সাংবাদিক আজিজুর রহমান ও ছাত্র-ছাত্রীবৃন্দ বক্তব্য রাখেন |