বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-১ গোলে। চিলির কালামা শহরে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত হয়।
আর্জেন্টিনার হয়ে গোল করেন ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।
ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। আনহেল দি মারিয়া সফরকারীদের এগিয়ে নেয়ার পর সমতা টানেন বেন ব্রেরেতন। তার একট পরই ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লাউতারো মার্তিনেস।
করোনাভাইরাসের ধকল মাত্রই সামলে ওঠায় এ ম্যাচে ছিলেন না মেসি। করোনা পজিটিভ থাকায় ডাগ আউটে থাকতে পারেননি কোচ লিওনেল স্ক্যালোনিও। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার।