13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিরাট-আনুশকাকে ডুরেক্স কনডমের অভিনন্দন, চাঞ্চল্যের সৃষ্টি!

admin
December 15, 2017 1:25 am
Link Copied!

বিনোদন ডেস্কঃ বিরাট কোহলি আর আনুশকার বিয়ে বলে কথা! শুভেচ্ছা যেন থামছেই না! একের পর এক শুভকামনা আসছে নানা দিক থেকে। দুই তারকাকে শুভকামনা জানানোর সেই তালিকায় এবার যুক্ত হলো গর্ভনিরোধক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডুরেক্স ইন্ডিয়া।

এক টুইটার বার্তায় কনডমের ব্র্যান্ডটি তাদেরকে এ অভিনন্দন জানিয়েছে। ১১ ডিসেম্বর ইতালিতে ভারতীয় ক্রিকেটের রাজপুত্র বিরাট ও বলিউড সুন্দরী আনুশকার চার হাত এক হয়। এ নিয়ে মানুষের মাতামাতির শেষ নেই। এখনও চলছে নবদম্পতিকে অভিবাদন জানানোর পালা।

ডুরেক্সের টুইটে লেখা রয়েছে, ফাইনালি বিরাট কোহলি বোল্ড হিজ মেডেন ওভার।কিন্তু আসল চমক রয়েছে সঙ্গের গ্রাফিক্সে। যেখানে সুন্দর নীল ব্যাকগ্রাউন্ডে আনুশকা ও বিরাটকে সম্বোধন করে লেখা- লেট নাথিং কাম বিটুইন ইউ এক্সেপ্ট ডুরেক্স। অর্থাৎ, তোমাদের মধ্যে যেন কিছুই না আসে, ডুরেক্স ছাড়া।

কনডম ব্র্যান্ডের এমন দ্ব্যর্থক টুইটটি ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে। সেটি শেয়ার করেছেন অনেকেই।

http://www.anandalokfoundation.com/