মোঃআঃজলিল, শার্শা প্রতিনিধি: পাচার হওয়া ৬ কিশোর ও ৫ তরুনী বিভিন্ন মেয়াদে ভারতে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বুধবার বিকাল ৫ টার সময় দেশে ফিরে এসেছে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসারা হলো:-যশোর জেলার ঝিরকগাছা থানার আমির আলীর মেয়ে মমতাজ বেগম (২৩) একই থানার হযরত মোড়লের মেয়ে আনোয়ারা বিবি (৩১) যশোর সদর থানার শাহাদত হোসেনের ছেলে ইবাদত হোসেন (২০) আব্দুস সাত্তারের ছেলে ইউসুফ আলী (১৯) মকর আলীর ছেলে শামিম আক্তার (২৩) মাদারী পুর জেলার আলকেদ শরীফের ছেলে শহীদ (২০) ঢাকা জেলার আব্দুল মান্নানের ছেলে শামিম (২১) নরসিংদী জেলার হযরত আলীর মেয়ে ফুলবানু (২৩)সাতক্ষীরা জেলার জামাল শেখের মেয়ে স্বপ্না খাতুন (৩০) যশোরের অভয়নগরের ইসমাইল হোসেনের মেয়ে হেলেনা পারভিন (২৪)ও যশোরের রেজাউল শেখের ছেলে জাহিদ হোসেন।
বেনাপোল ইমিগ্রেশন এর এসআই হেলাল উদ্দিন জানান দালালদের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তারা ভারতে যায়। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া ও কোলকাতা শহরে বিভিন্ন জায়গায় তারা কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়। এরপর সেখানে লিলুয়া হোম নামে একটি শেল্টার হোমে তারা দেড় থেকে ২ বছর কাটায়। বাংলাদেশ ও ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর চিঠি চালাচালির এক পর্যায় তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।
ফেরত আসা ১১ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন জানান ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর রাইটস নামে একটি বেসরকারি সংস্থা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য গ্রহন করেছে।
যশোর রাইটসের সমন্বয়কারী তৌফিকুর রহমান বলেন আমরা এদের যশোর নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করব।