14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে সিলেটের হয়ে মাঠ মাতাবেন গ্রেইল

admin
October 11, 2015 9:25 pm
Link Copied!

শাফী চৌধুরীঃ অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) । জমজমাট এই আসরে পছন্দের প্লেয়ারদের নিজ দলে নিতে মুখিয়ে আছেন টিমের মালিকরা। গত আসরে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে খেললেও এবার নাকি তার সঙ্গে কথা পাকাপাকি করেছে সিলেট।

চার- ছক্কায় মাঠ মাতিয়ে সিলেটের ক্রীড়াপ্রেমী দর্শকদের আনন্দের বন্যায় ভাসাবেন গেইল এই প্রত্যাশা ব্যাক্ত করেছে সিলেটের ফ্রাঞ্চাইজের মালিক আলিফ গ্রুপ। বিপিএলে খেলোয়াড়দের নিলাম অনুষ্টিত হবে ৩১বঅক্টোবর।  দেশি ও বিদেশিদের মধ্যে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি তাই কে কাকে দলে টানবে, সেটা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা।

২২ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচ-ফিক্সিং, খেলোয়াড়দের বেতন বকেয়া না দেওয়াসহ আরো বেশ কিছু জটিল বিষয় বেরিয়ে আসে পূর্বের আসর শেষে। বিসিবি সভাপতি মনে করেন, এই সকল বিষয় সমাধান করেই বিপিএল তৃতীয় আসর শুরু করবেন। এই আসরে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারবে।

http://www.anandalokfoundation.com/