ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিদেশী ভক্ত কট্টর সমালোচক এমনকি শত্রুরাও নিজ নিজ ভাষায় বঙ্গবন্ধুর উচ্চকিত প্রশংসা করেন -মেয়র লিটন

Brinda Chowdhury
March 17, 2021 8:10 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার দিনটি উদযাপিত হেেচ্ছ। বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা পুরুষ। অনন্য সাধারণ এই নেতাকে ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’ খেতাবেও আখ্যা দেয়া হয়। বিদেশী ভক্ত, কট্টর সমালোচক এমনকি শত্রুরাও তাদের নিজ নিজ ভাষায় তাঁর উচ্চকিত প্রশংসা করেন। বেনাপোল ফুটবল মাঠে বুধবার বেলা সাড়ে ৪ টার সময় কথা গুলো বললেন জাতির জনক বঙ্গবন্ধুর ১০১ তম জন্ম বার্ষিকী ও জাতিয় শিশু দিবস ২০২১ উপলক্ষ অনুষ্ঠানে মেয়র লিটন।
এরপর বেলা ৫ টার সময় বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত শার্শা উপজেলা শাখা, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বেনাপোল ফুটবল মাঠ থেকে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস ২০২১ উপলক্ষে এক আনন্দ শোভা যাত্রা বের করে। শোভা যাত্রাটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ শোভা যাত্রা শেষে ঐতিহাসিক এ ফুটবল মাঠে মুজিব কোর্ট পরাহিত ও শিশুদের নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা শেষে ১০১ টি বাজির শব্দে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
মেয়র লিটন বলেন গত বছর বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ যা এবছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়। এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ (বর্তমানে মওলানা আজাদ কলেজ) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বঙ্গবন্ধু ১৯৪৯ সালে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের টিকেটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলীর সদস্য নির্বাচিত হন। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু একাত্তরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্টার এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সহিদুল আলম, আবুল হোসেন বাবলু, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাস্টার, শার্শা উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক বকুল,দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী. ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন,শার্শা উপজেলা ভাইচ চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, ডিহি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন ও আব্দুল লতিফ, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সহসভাপতি এমদাদুল হক বকুল, কার্যকরি সদস্য জাকির হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বেনাপোল পৌর আওয়ামীগের ৯ নং ওয়াড এর সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আওয়ামীলীগ নেতা সাহেব আলী শার্শা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সজল, প্রচার সম্পাদক এনামুল হক মুকুল প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালানা করেন বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ।
http://www.anandalokfoundation.com/